আবাস যোজনার সার্ভে করতে গিয়ে বিপাকে অঙ্গনওয়াড়ী কর্মীরা।

0
201

সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্যের প্রায় সর্বত্র প্রধান মন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে বিক্ষিপ্ত গন্ডগোল ও অশান্তি হচ্ছে।

সার্ভে ও তার পরবর্তী পর্যায়ে এমন অনেক ব্যাক্তির নাম রয়ে গেছে যাদের পাকা বাড়ি রয়েছে।
আবার এমন ব্যক্তি ও আছেন যাদের মাটির বাড়ি অথচ তিনি প্রায়োরিটি লিস্টের বাইরে।

অঙ্গন ওয়াড়ী কর্মীরা বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে সার্ভে করেছে। হয়েছে ব্লক স্তরেও নিয়মিত নজরদারি।
তবুও এখনো অনেক মানুষ যারা বাড়ি পাওয়ার যোগ্য নন তাঁদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এলাকায় সার্ভে করতে গিয়ে ও সার্ভের তালিকা পাওয়ার পরে যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের সমস্ত ক্ষোভ এসে পড়ছে সার্ভে করা অঙ্গনওয়াড়ী কর্মীদের ওপর।

কোনো কোনো স্থানে তাঁরা গ্রাম বাসীদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হচ্ছেন, শুনতে হচ্ছে গালিগালাজ।

এই বিষয়ের প্রতিকার চেয়ে সোমবার শালতোড়া ব্লকের অঙ্গনওয়াড়ী কর্মীরা ব্লক অফিসে সি, ডি, পি, ও এবং বিডিও এর কাছে তাঁদের অভিযোগ জানাতে আসেন।

তাঁরা আধিকারিকদের সাথে এই বিষয়ে কথা বলে তাঁদের অভিযোগ জানান।

অঙ্গনওয়াড়ী কর্মী তনুশ্রী মুখার্জী, মঙ্গলা মাজি, কবিতা মন্ডল রা জানান, তাঁরা শুধু সার্ভে টা করেছেন।
কাওকে বাড়ি দেওয়া বা কারো নাম বাদ তাঁরা দিতে পারেন না।
এলাকার জনসাধারণের কাছে তাঁরা আবেদন করেন, এই বিষয় টি যেন তাঁরা বোঝেন এবং তাঁরা যেন শান্তি পূর্ণ ভাবে সেন্টার চালাতে পারেন ।

এই বিষয়ে শালতোড়ার সিডিপিও জানান, অঙ্গনওয়াড়ী কর্মীদের আবাস যোজনার সার্ভে করতে গিয়ে কিছু অসুবিধা হয়েছে।
বিষয়টি তাঁরা তাঁকে এবং বিডিও সাহেব কে জানিয়েছেন ।

ব্লক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।