উদ্ধার বিপুল পরিমান মূল্যবান বার্মা ঠিক, গ্রেফতার দুই।

0
133

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- কুমড়ো বোঝাই গাড়ির গতিবেগ দেখেই মনে সন্দেহ জাগে উত্তরের বনসিংঘমের, আটক করে তল্লাশি করতেই উদ্ধার বিপুল পরিমান মূল্যবান বার্মা ঠিক, গ্রেফতার দুই।

সোমবার ভোরে জলপাইগুড়ি বেলাকোবা বন বিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ৩১নম্বর জাতীয় সড়কের রাণীনগরে চলছিলো স্বাভাবিক নজরদারি, এমন সময় একটি কুমড়ো বোঝাই ট্রাক দ্রুত গতিতে আসছে লক্ষ্য করেন কর্তব্যরত বন কর্মীদের বিশেষ দলটি।
এর পরেই কিছুটা ধাওয়া করে থামানো হয় মহারাষ্ট্রের নম্বর প্লেট যুক্ত নির্দিষ্ট ট্রাকটিকে।
তবে কুমড়োর তল্লাসি করতে গিয়েই অবাক হয়ে জান উত্তরবঙ্গের বন সিংহম নামে কাঠ এবং বন্য প্রাণী পাচারকারী দের ত্রাস রেঞ্জার সঞ্জয় দত্ত।
ট্রাকের ওপরে কুমড়ো রেখে নিচে সারি সারি মূলবান বার্মা টিক কাঠ পাচার করা হচ্ছিলো দেখে,
এর পরেই ট্রাকের চালক মোহাম্মদ নৈয়ম এবং সহকারী শেখ কালিম কে গ্রেফতার করে বন দপ্তর।
ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেস করা হবে বলে জানিয়েছেন রেঞ্জার সঞ্জয় দত্ত।