উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর সাত নম্বর ভান্ডা গ্রাম পঞ্চায়েতের টুইঙ্গিল বিলপাড়া বোগলাবাড়ি গ্রামে। আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ। যাদের পাকা বাড়ি, দোতলা বাড়ি রয়েছে তাদের পুনরায় নাম । এই গ্রামে মোট ১১ জনের নাম এসেছে। প্রকৃত গরিব মাত্র তিনজনের নাম বাদবাকি যাদের পাকা বাড়ি, দোতলা বাড়ি, যারা এর আগে বাড়ি পেয়েছে তাদেরই আবাস যোজনায় নাম। এ নিয়ে ক্ষোভ উগলে দিলেন এলাকাবাসীরা। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার বলেন যারা পাকা বাড়ি যাদের তাদের নাম থাকা উচিত না নাম থাকলে তাদের নাম কাটা যাবে। দেখার বিষয়ে এখন ব্লক প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে।কোথায় আছে তেলের মাথায় তেল দেওয়া হয়। বাস্তবতা দেখা গেল রিঙ্গেল বিল পাড়াতে যাবেন নাকি পাকা বাড়ি আছে তারাই পুনরায় বাংলা আবাস যোজনা ঘর পেয়েছে তারা জানেই না তাদের নাম তালিকায় কিভাবে আসলো তাদের কথা আমরা বাংলা আবাস যোজনার ঘরের জন্য দরখাস্তই করিনি। তাহলে কি সরকারিভাবে কোন গাফিলতি। প্রকৃত যারা গরিব মানুষ এলাকাতে তাদের ঘরে আসেনি তারা দরখাস্ত করেছে। মাত্র তিনজনের গরিব মানুষের ঘর এসেছে বাদবাকি যাদের পাকা বাড়ি দোতালা বাড়ি ও তাদেরই নাম পুনরায় এসেছে।
Home রাজ্য উত্তর বাংলা কালিয়াগঞ্জ এর সাত নম্বর ভান্ডা গ্রাম পঞ্চায়েতের টুইঙ্গিল বিলপাড়া বোগলাবাড়ি গ্রামে আবাস...