চন্দ্রকোনারোডে প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহের শুভ উদ্বোধন করলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী।

0
3356

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বেলা ১১ঃ৩০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনাররোডের পাঁচ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহের শুভ উদ্বোধন করলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,BDO অমিতাভ বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি, জেলা পরিষদের কর্মদক্ষ শৈবাল গিরি,ব্লক প্রাণিসম্পদের আধিকারিক আধিকারিক তাপস কুন্ডু, ব্লক প্রাণিসম্পদের কর্মাধ্যক্ষ সুশান্ত সিংহ,কৃষি কর্মাধ্যক্ষ জ্ঞানানজন মন্ডল, পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা দোলই, ৬ নম্বর শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দত্ত খা সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ, এই দিন এলাকার সাধারণ মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে এই দিন বাবুলাল মান্ডি ও সুশীল রায়ের হাতে বকনা বাছুর তুলে দেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও এই শিবির থেকে হাঁস মুরগি প্রদান করা হয়।