বাঘরোল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতা করতে সচেতনতা শিবির হল আন্দুলে।

0
275

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বাঘরোল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতা করতে সচেতনতা শিবির হল আন্দুলে। বাঘরোল সাধারণত সাঁকরাইল ব্লকের গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গা দেখতে পাওয়া যায়। এটি দুর্লভ প্রাণী। দেখতে যেহেতু বাঘের মত তাই অনেকে ভুলবশত বাঘ ভেবে এটিকে অসচেতন ব্যক্তিরা মেরে ফেলে তাই সাধারণ মানুষকে সচেতন করার জন্য সাঁকরাইল ব্লকের বিডিও নাজিরুদ্দিন সরকারের নেতৃত্বে আন্দুল বাস স্ট্যান্ড এলাকায় শিবিরের আয়োজন করা হয়। মূলত বাঘরোল কি রকম দেখতে এই প্রাণীটি কোন ক্ষতি করে কিনা কিংবা কাউকে আক্রমণ করে কিনা এই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই শিবির। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে লুপ্তপ্রায় প্রাণীগুলিকে রক্ষা করার সকলের কর্তব্য এমনই বললেন বিডিও সাহেব। সভায় উপস্থিত ছিলেন সাঁকরাইল বিডিও নাজির উদ্দিন সরকার, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, আন্দুল পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীবৃন্দ।