নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-প্রথমত দুর্নীতি তে ভরা আবাস যোজনার তালিকা বাতিল করে যাদের কাঁচা বাড়ি অথচ তাদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নাম আবাস যোজনার তালিকাতে যুক্ত করা।
দ্বিতীয়ত সঠিক ভাবে তদন্ত করতে আসা কর্মী ও আই সি ডি এস কর্মী দের উপর হুমকি বন্ধ করে তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা।
এবং তৃতীয়ত গঙ্গার উপরে কালনা ব্রীজের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির সি বি আই তদন্ত করা।
মূলত এই তিন দফা দাবি নিয়ে আজ, সিপিআইএম শান্তিপুর থানা এরিয়া কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় বিডিও অফিসের মূল গেটে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে এই মর্মে একটি ডেপুটেশন দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফুলিয়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক অনুপ ঘোষ, শান্তিপুর জোনাল কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ, সি আই টি ইউ জেলা নেতৃত্ব সৌমেন মাহাতো সহ বিভিন্ন বামফ্রন্ট নেতৃবৃন্দ এবং বাম মনোভাবাপন্ন বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।
তারা বলেন আগামী ২৩ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে। গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এমনকি জেলা পরিষদের কর্মকর্তাদের কখনো নিজেদের কখনো বা আত্মীয়-স্বজনের নামে সরকারি আবাস যোজনা মঞ্জুজুর হয়েছে, অন্যদিকে প্রান্তিক খেটে খাওয়া গৃহহীন মানুষ রয়েছেন ব্রাত্য।দুর্নীতিতে ভরা ঐ তালিকা বাতিল করে, নতুন ভাবে অনুসন্ধান করে তালিকা প্রস্তুত না করলে, ব্লকের সমস্ত পঞ্চায়েতের অধীনস্থ সাধারণ মানুষকে নিয়ে বৃহদাকার বিক্ষোভ সংগঠিত করবেন তারা। অন্যদিকে
Home রাজ্য দক্ষিণ বাংলা আবাস যোজনায়, কালনা ব্রিজের জমি পরিবর্তন এবং আশা ও আইসিডিএস কর্মীদের নিরাপত্তা...