বালুরঘাট ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে একটি কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

0
4454

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট ব্লকের কৃষকরা যাতে আসন্ন কৃষি মরশুমে উন্নত মানের কৃষি কাজ করতে পারে সেই লক্ষ্যে বালুরঘাট ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে একটি কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই কৃষক প্রশিক্ষণ শিবিরে বালুরঘাট ব্লকের পতিরাম,বোল্লা, নাজিরপুর প্রভৃতি অঞ্চলের প্রায় একশ জন কৃষক অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের সচেতন করা হয় যাতে তারা তাদের ফসলের অবশিষ্ট অংশ মাঠে পুড়িয়ে না ফেলেন। এদিনের এই প্রশিক্ষণ ছবির উপলক্ষে কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।