কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ২০১৮ সালে সমীক্ষার ব্লক ও অঞ্চল ভিত্তিক নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা,সমীক্ষা উচ্চ পর্যায়ে মর্যাদার আধিকারিকদের দিয়ে ভেরিফিকেশন করানো, বিত্তশালীদের নামের তালিকা থেকে বাদ দেওয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত তালিকা প্রকাশ, আশাও আইসিডিএস কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ ৬ দফা দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন সিপিআইএম। এদিন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ানীর কাছে গিয়ে কথা বলেন এবং স্মারকলিপি প্রদান করেন সিপিআইএম। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারিণী কান্ত রায়, মহানন্দ সাহা সহ আরও অনেকে।
এদিন এ বিষয়ে কোচবিহার জেলা সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারিণী কান্ত রায় জানান,কোচবিহার জেলায় শুধু পঞ্চায়েত নয় পঞ্চায়ে ত পঞ্চায়েত সমিতি এমনকি ছোট বড় সকল প্রকার নেতাদের নাম নিয়ম বহির্ভূতভাবে ঢুকিয়েছে তারা। নামকে বাদ দিয়ে গরিব সাধারণ মানুষকে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা এবং তৃণমূল নেতাদের হুমকি থেকে আশা ও আইসিডিএস কর্মীদের রক্ষা ও নিরাপত্তা দেওয়া রাজনৈতিক প্রভাবমুক্ত তালিকা প্রস্তুত করা উচ্চ পর্যায়ের আধিকারিকদের দিয়ে ভেরিফিকেশন করাতে হবে আবাস যোজনা তালিকা। এবং গ্রাম সভার মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তালিকাভুক্ত করা আবেদন জানানো হয়।