নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের মধ্যে দিয়ে বিদ্যালয়ে চারটি ল্যাবটারির শুভ উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক। এছাড়াও আগামী দিনে বিদ্যালয়ের পরিকাঠামো আরো উন্নতি করার আশ্বাস তৃণমূল বিধায়কের। বুধবার নদীয়ার শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ ও কিশোর গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ জেলা স্তরের তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সুবর্ণ জয়ন্তী উৎসবের মধ্যে দিয়ে বিদ্যালয়ে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং জিওগ্রাফির চারটি ল্যাবরটরির শুভ উদ্বোধন করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। জানা যায় ওই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৪৪২ জন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই আগামী দিনে বিদ্যালয়ে আরো যাতে বেশ কয়েকটি ঘরের নির্মাণ কাজ করা যায় সেই আশ্বাস দেন তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। যদিও বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বেশি অংশ ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে দেখা যায়। আর আগত প্রত্যেক অতিথিদেরকে সংবর্ধনা জ্ঞাপন করে বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের মধ্যে দিয়ে বিদ্যালয়ে চারটি ল্যাবটারির শুভ উদ্বোধন করলেন...