জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন দাবির ভিত্তিতে জলপাইগুড়ি ফরেস্ট দপ্তর D.FO.( sail) এ নিকট দাবি সনদ।ডেপুটেশন দেয় শাসক দল প্রভাবিত inttuc।3দফা দাবির ভিক্তিতে ডেপুটেশন প্রদান হয়।)ক্যাজুয়াল অ্যান্ড কন্ট্রাক লেবার ইউনিয়নের সভাপতি স্বপনসরকার বলেন 1)ডেলি রেটেড থেকে পদোন্নতি করে ক্যাজুয়াল ওয়ার্কারহিসাবে মর্যাদা।2) সারা বৎসর ওয়ার্কার দের কাজ দিতে হবে।।3) জলপাইগুড়ি, আলিপুর দুয়ার জেলার বিভিন্ন বন বিভাগের কর্মরত লেবার দের স্থায়ী করন করতে হবে।যদি ও বিষয় টি পুরো দেখার কথা জানিয়েছেন সয়েল বিভাগের ডিএফ ও।
Home রাজ্য উত্তর বাংলা বিভিন্ন দাবির ভিত্তিতে জলপাইগুড়ি ফরেস্ট দপ্তর D.FO.( sail) এ নিকট দাবি সনদ।