নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সরকারি ফরেস্টের জমি পাইয়ে দেওয়ার নাম করে আদিবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। অভিযুক্তকে আদালতে পাঠানোর সময় সাংবাদিকরা ছবি করতে গেলে সাংবাদিকদের প্রাণে মারার হুমকি, এছাড়াও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা অভিযুক্তর। উল্লেখ্য গত কয়েক মাস ধরেই শান্তিপুর আরবলদা এলাকায় তৃণমূল নেতার নাম করে সরকারি ফরেস্টের জমি পাইয়ে দেবে বলে ওই এলাকার আদিবাসী মানুষদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠে আসে উৎপল সেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ সঠিক তদন্ত শুরু করে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকে অভিযুক্ত উৎপল সেনকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে আদালতে পাঠানোর সময় রুদ্রমূর্তি ধারণ করে অভিযুক্ত, পুলিশের সামনেই সাংবাদিক দের প্রাণে মারার হুমকি দেয়। এছাড়াও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত উৎপল সেন। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত উৎপল সেনকে পুনরায় সাত দিনের পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন জানানো হবে। এখন দেখার তৃণমূল নেতার নাম ভাঙ্গিয়ে তোলাবাজির অভিযোগে অভিযুক্তর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে শান্তিপুর থানার পুলিশ। যদিও এ প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক কে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি এই ধরনের ঘটনার কার্যকলাপ করে তাহলে দল করা ব্যবস্থা গ্রহণ করবে। আর আমার কাছে খবর ছিল বলেই আজ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। দল কখনো এই ধরনের কার্যকলাপ কে বরদাস্ত করবে না। আর ওই এলাকায় উৎপল সেন নামে কেউ তৃণমূল করে বলে আমার জানা নেই।
Home রাজ্য দক্ষিণ বাংলা সরকারি ফরেস্টের জমি পাইয়ে দেওয়ার নাম করে আদিবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ...