জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- তবু ও কিছু লাভের আশায় দিনরাত এক করে আলুগাছের পরিচর্চা তে ব্যাস্ত চাষীরা। কয়েক দিন পর চাষীরা নতুন আলু তোলার অপেক্ষায় রয়েছে।।ফসল ভালোই হবে এইবার এমন টাই মনে করছেন তারা। জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় এখন চাষের জমিতে দেখা যায় সবুজ।সেই সবুজ খেতটি হলো আলুর। জলপাইগুড়ি শহর ছেড়ে বিবেকানন্দ পল্লী এলাকায় এখন চলছে আলুর গাছের পরিচর্যা। রকমারী ঔষধ স্পে দেবা হচ্ছে এখানে। যদিও এইবার বিভিন্ন সারের উপর হয়েছে কালো বাজারি।তাই উৎপন্ন আলুর ফলন ভালো হয়েও লাভ তেমনভাবে হবেনা । এমন টাই আলু চাষীরা মনে করছেন।চার বিঘা থেকে পনেরো কুড়ি বিঘা পযন্ত আলু চাষ করে থাকেন চাষীরা। মূলত এই বার বেশ কয়েকজন চাষী সারের দাম হঠাৎ বেড়ে যাবায় আলু চাষ থেকে সরে এসেছেন। কারণ খরচের তুলনায় লাভ কম। তবু ও তারা করেছেন তারা অনুমান করছেন গাছের চেহেরা দেখে মনে হচ্ছে ফলন ভালোই হবে।