কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: “আগামী পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসকে একটিও আসন্ন জয় লাভ করতে দেওয়া যাবে না।” কোচবিহার জেলার সাংগঠনিক বৈঠকে এসে তৃণমূল কংগ্রেসকে কার্যত হুমকি দিলেন বিজেপি বিধায়িকা মালতী রাভা রায়।
এদিন কোচবিহার শহরের একটি বেসরকারি হোটেলে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজেপির বিভিন্ন কার্যকর্তা দের পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল কি হবে তা নিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশের সহ পর্যবেক্ষক আশা লাকড়া,পঞ্চায়েত নির্বাচনের কো অর্ডিনেটর শুক্লা মুন্ডা,শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক সুকুমার রায়,মালতি রাভা রায়,সহ আরও অনেকে।
বৈঠক চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালতী রাভা রায় জানান, কোচবিহার জেলায় বিজেপির শক্তিশালী সংগঠন নিয়ে রাজনীতি তৈরি করতে আজকের এই বৈঠক। আমরা জানি তৃণমূলের জন ভিত্তি নেই। তারা আগামী পঞ্চায়েত নির্বাচনে আগে এলাকায় সন্ত্রাস ও হুমকি দিয়ে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা কর এই প্রতিবাদে জেলার বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের কৌশল ঠিক করা হবে। এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূলকে একটি আসন ও জয় লাভ করতে দেওয়া হবে না তা নিয়ে রণকৌশল ঠিক করা হবে ওই বৈঠকে।