কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশিদিন বাকি নেই। এরই মধ্যে একের পর এক দুর্নীতি মামলায় অস্বস্তিতে শাসক শিবির। শাসক দলকে কোনঠাসা করতে কোমর বেঁধে নেমেছে বিরোধীরাও। তবে ভোট প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে,তার জন্যই কোচবিহারে সমস্ত স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলো বিজেপি। ওই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কোচবিহারের একটি বেসরকারি হোটেলে।
জানা গেছে,পঞ্চায়েত নির্বাচনের জন্য বঙ্গ বিজেপি যে কোর কমিটি তৈরি করেছে, তারই সদস্যরা এদিন বৈঠকে হয়। মূলত কোচবিহার জেলার পঞ্চায়েত নির্বাচনের আগে সাংগঠনিক কার্যকর্তাদের গতিবিধি ও সকল প্রকার নেতৃত্বের একত্রে করে এক সাথে পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভায় নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে ওই বৈঠক। এদিন ওই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশের সহ পর্যবেক্ষক আশা লাকড়া,পঞ্চায়েত নির্বাচনের কো অর্ডিনেটর শুক্লা মুন্ডা,শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক সুকুমার রায়,মালতি রাভা রায়,সহ আরও অনেকে।