বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাংপুর কাঁঠালবাগান ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।

0
336

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদী বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে বারবার জানানো হচ্ছে প্রতিবাদ। সেই মর্মে আজ বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাংপুর কাঁঠালবাগান ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই জনসভায় মঞ্চ থেকে বারবার কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব। আজ এই জনসভার মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে ১১ জন বিজেপি কর্মী। আজও জনসভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহু দূর দুরান্ত থেকে মানুষ উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই জনসভায়। আসন্ন পঞ্চায়েত ভোট সেই দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই এই সভা মঞ্চ থেকে উপস্থিত নেতৃত্ব বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন মানুষের সামনে। আজ এই জনসভা মঞ্চে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বৈকুণ্ঠপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান, বৈকুণ্ঠপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়দেব ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।