শিশু কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা বিজ্ঞান সাহিত্য ও শিল্প ভাবনার প্রকাশ তথা উন্মেষের লক্ষ্যে বালুরঘাটে আয়োজিত হলো প্রদর্শনী।

0
262

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিশু কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা বিজ্ঞান সাহিত্য ও শিল্প ভাবনার প্রকাশ তথা উন্মেষের লক্ষ্যে বালুরঘাটে আয়োজিত হলো প্রদর্শনী। বালুরঘাটের বেসরকারী একটি স্কুলের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে দর্শক হিসেবে পড়ুয়া অভিভাবক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আত্রেয়ী ডিএভি পাবলিক স্কুলের মেধা-বৃষ্টি নামক এই প্রদর্শনীতে বিজ্ঞান কলা হস্তশিল্প সাহিত্য মিলিয়ে মোট ১০ টি বিষয়ে ৩৪২ জন পড়ুয়া অংশ নেয়। অংশগ্রহণকারী শিশু কিশোররা তাঁদের নিজেদের তৈরী বিভিন্ন বিষয়ের মডেল দর্শকদের সামনে প্রদর্শন করে এবং তার কার্যকারিতা সম্পর্কেও বর্ণনা দেয়। উপস্থিত অভিভাবক ও শিক্ষাবিদদের মতে এই ধরণের প্রদর্শন নিয়মিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই হওয়া দরকার। তাতে বিজ্ঞানের নতুন নতুন দিশা খুলে যাওয়ার পাশাপাশি সমাজ তথা পরিবেশের সুরক্ষাও সুনিশ্চিত হবে।