কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- নাম না করে এবার নিখোঁজ পোস্টার পড়লো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নামে। ওই পোস্টার লাগানো হয়েছে কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে সাগরদিঘি পারে সহ কোচবিহার শহরের বিভিন্ন এলাকায়। গলায় গেরুয়া উত্তরীয় এবং সাদা পাঞ্জাবিতে একটি কার্টুন ছবি সেখানে রয়েছে। ছবিটির সঙ্গে শুভেন্দু অধিকারীর মিল পাচ্ছেন অনেকেই।
তার নীচে পোস্টারে লেখা- “এমন কোনও ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। রূপ-দেখতে গোলগাল,নাদুস নুদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা-কাঁথি। অসুখ-ভোট এলে লাইট বন্ধ করে দেন। নিয়মিত “দুশো দুশো” চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালোবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন ,তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকান…” পোস্টারের শেষে লেখা আছে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। যদিও ওই পোস্টার নিয়ে বিচলিত নয় বিজেপি।