পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাসের উদ্যোগে দ্বিতীয় বছরে পদার্পণ করলো এই এম এল এ কাপ, তিনদিনের ক্রীকেট প্রতিযোগীতার আয়োজন করা হয় ২৩থেকে ২৫ডিসেম্বর পর্যন্ত এই খেলা চলবে।বর্ধমান শহরের রথতলার মাঠে। শুক্রবার এই খেলার প্রথমদিন ছিলো,ব্যাট হাতে এই খেলার শুভ উদ্বোধন করেন এদিন বিধায়ক খোকন দাস। বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন এই ক্রীকেট খেলার মঞ্চে।১৬টি টিমের মধ্যে এই খেলা হচ্ছে বলে জানান বিধায়ক।এছাড়াও চ্যাম্পিয়ানসিপ, এবং রানাসদের জন্য ভালো পুরুষ্কার আছেও বলেও জানান তিনি।বিধায়ক আরো জানান বাঙলার বিভিন্ন জেলা থেকে ভালো ভালো টিম অংশ গ্ৰহন করেছে আগের বছরে এসেছিলো এই বছরেও এসেছে। ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর আমাদের এমএলএ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ এই খেলার শুভ উদ্বোধন হলো ২৩ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই খেলা চলবে। আজ এই শুভ উদ্বোধনে বর্ধমান পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন। এই খেলার মাধ্যমে আমরা চাই বাংলার শেষ খেলার সংস্কৃতি আবার ফিরে আসুক। তাই প্রতিবছর আমি রথ তলা কাঞ্চননগর মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি।