বড়দিনের আগ মুহূর্তে কুয়াসর চাদর মুড়ে জলপাইগুড়িতে পৌঁছলো শীত।

0
175

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- পথে লাগানো বড় দিন উপলক্ষে আলোর রোশনাই কেও শুক্রবার সকালে ঢেকে দিলো শীত, ভোর রাত থেকে কুয়াসার চাদর মুড়ি দিয়ে জলপাইগুড়ি সহ ডুয়ার্সশে পৌঁছলো শীত, তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে বিগত কয়েক দিনের থেকে।
তবে এই সময়ে এমন আবহাওয়াই যেন চাইছিলো সহরবাসি, আর তাই প্রাতঃ ভ্রমনকারি দের গতিবিধি চোখে পরে তিস্তা পাড় থেকে নদী বাঁধের ওপর দিয়ে।
তবে শীত, কুয়াশাকে সঙ্গে করেই সকাল থেকে শুরু হয়েছে জীবনজীবিকার সংগ্রাম,
জলপাইগুড়ি শহরের টেমস বলে খ্যাত করলা নদী থেকে সদ্য জালে আটকানো ছোটো মাছ সংগ্রহে ব্যাস্ত জেলে এমন দৃশ্য ও ক্যামেরা বন্দি হলো ডিসেম্বরের কুয়াশা ঢাকা জলপাইগুড়ি শহরের বুকে।