এবছর বাড়তি আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করছে আলিপুরদুয়ারের কালচিনি মধু চা বাগানের শ্রমিকরা।

0
486

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবছর বাড়তি আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করছে আলিপুরদুয়ারের কালচিনি মধু চা বাগানের শ্রমিকরা। দীর্ঘ সাত বছর পর বাগান খুলেছে। গত বছরও বড়দিনের সময় বাগান ছিল বন্ধ। বাগান বন্ধ থাকায় গত সাত বছর মনে দুঃখ নিয়ে বড়দিন পালন করত শ্রমিকরা। বিগত সাত বছরে বাগান বন্ধ থাকায় বড়দিনের সময় তেমন জৌলুস লক্ষ‍্য করা যেত না । কিন্ত এবছর। চিত্রটাই আলাদা বাগানে। মধু চা বাগান এখন খোলা বাগান। ভালো ভাবে চলছে বাগান।শ্রমিকদের মুখে এখন চওড়া হাসি। মধু চা বাগানের গীর্জা ঘর গুলো সব সেজে উঠেছে । শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। আর মাত্র কয়েকঘন্টা পড়েই সারা বিশ্ব বড়দিনের আনন্দে মেতে উঠবে। মধু চা বাগানের গীর্জার পাস্টার সন্তোষ লোহার জানান, প্রতিবছর আমরা প্রভু যীশু কাছে প্রার্থনা করতাম বাগান শীঘ্র খুলে দিতে এবছর আমরা যীশু কাছে প্রার্থনা করব যাহাতে বাগান ভালোমত চলে।