এবার গৃহস্থ বাড়িতে লাগানো সিসি ক্যামেরা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য।

0
301

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এবার গৃহস্থ বাড়িতে লাগানো সিসি ক্যামেরা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। বেশ কয়েক হাজার নগদ অর্থসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট, ঘটনাস্থলে তদন্তে পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের কাশ্যপ পাড়া সংলগ্ন বুড়ো শিবতলা লেনের। বাড়ির মালিক সুমিত পাল জানিয়েছেন, গত ছয় মাস আগে এই বাড়িটি তিনি কিনেছিলেন। তিনি বর্তমানে বসবাস করেন চাঁদরাতে। মাঝেমধ্যে এই বাড়িতে এসে থাকেন তিনি। গতকাল দুপুর পর্যন্ত বাড়িতে থাকার পরে রাতে বাড়িতে ছিলেন না। আজ সকালে স্থানীয়রা খবর দেয় বাড়ির গেটের তালা ভাঙ্গা, খবর পেয়ে ছুটে আসেন তিনি। এরপর ঘরের ভেতরে গিয়ে দেখে আলমারি ভেঙে নগদ অর্থসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে দুষ্কৃতীরা। যদিও ঘরে লাগানো সিসি ক্যামেরা ভেঙে এই তান্ডব চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ বাড়ির মালিক সুমিত পালের। তবে আলমারিতে কুড়ি হাজার টাকা ছিল বলে দাবি বাড়ির মালিকের। চুরির ঘটনা শান্তিপুর থানার পুলিশ কে জানালে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এবং চুরির ঘটনার সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করে। যদিও প্রতিদিনই শান্তিপুরের কোন না কোন জায়গায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। পুলিশ কড়া নজরদারি চালালেও তার ফাঁকেও ঘটেই চলেছে চুরির ঘটনা। তবে আগামী দিনে চুরির ঘটনা সম্পর্কে কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে পুলিশ তা এখন শুধু সময়ের অপেক্ষা।