নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- কোরোনা সংক্রমণের জেরে গতবছর তেমন লাভের মুখ দেখেনি ।এই বছর আশায় বুক বাঁধছে বেকারী ব্যাবসায়ীরা ।তারপর এই বছর ছানার কেক তৌরি হচ্ছে । সামনেই 25 শে ডিসেম্বর ক্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব শুধুমাত্র তাদের নয় এই উৎসব কে কেন্দ্র করে জাতি বর্ণ একসাথে এই উৎসবে সামিল হয় সবাই আর বড়দিন মানেই কেক ।সবার ক্ষেত্রে নামী কেক কেনা কিংবা খওয়া সমস্যা তাই অনেকেই ঝোঁকেন বেকারী কেকের দিকে । বর্তমানে পরিস্থিতি ভেবেই বেকারী কেক ব্যাবসায়ীরা এখন নামী কম্পানীর কেকের সঙ্গে পাল্লা দিচ্ছেন ।নদীয়া তথা রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চলে এমন বেকারী যেখানে কেক তৌরি হয় ।
Home রাজ্য দক্ষিণ বাংলা কোরোনা সংক্রমণের জেরে গতবছর তেমন লাভের মুখ দেখেনি, আশায় বুক বাঁধছে বেকারী...