রাত পোহালেই বড়দিন, এই বড়দিন উপলক্ষে আগে থেকে আলোর রোশনাই মালদা শহর জুরে।

0
244

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-রাত পোহালেই বড়দিন, এই বড়দিন উপলক্ষে আগে থেকে আলোর রোশনাই মালদা শহর জুরে। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগ এবং পরিচালনায় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বর্ষবরণ ও কার্নিভাল অনুষ্ঠান।
শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। ইতিমধ্যে বড়দিন উপলক্ষে সেজে উঠেছে মালদা শহর। বিভিন্ন আলোক বাতি দিয়ে তৈরি করা হয়েছে তোরণ। আলোক বাতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শহরের রাজপথ। চার্চের আদলে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ। মালদা শহরের আইটিআই মোড় থেকে শুরু করে বৃন্দাবনী ময়দান পর্যন্ত কয়েকটি জায়গায় তৈরি করা হয়েছে আলোক বাতির তোরণ। আলোক বাতির চাদর দিয়ে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন রাস্তা।
গত কয়েক বছর কার্নিভাল উৎসব পালন হয়েছে মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায়। বিভিন্ন কারণে এবছর সেই অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বৃন্দাবনী ময়দানে। সেখানে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ এবং বিভিন্ন খাবারের স্টল। ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে কার্নিভাল অনুষ্ঠান। স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা প্রতিদিন নাচ, গান ও অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করবেন। ইতিমধ্যে বড়দিন উপলক্ষে সেজে উঠেছে বৃন্দাবনী ময়দান। খুশি শহরবাসী।