নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – সিকিমে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাঁকুড়ার সেনা জওয়ান গোপীনাথ মাকুড়ের। গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু সংবাদ এসে পৌঁছায় ওই সেন জওয়ানের বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভালুকা গ্রামে। তারপর থেকেই কার্যত শোকস্তব্ধ সেনা জওয়ানের গোটা পরিবার। শোকস্তব্ধ গ্রামবাসীরাও।
গতকাল উত্তর সিকিমের চাটেন থেকে থাংগু যাওয়ার দুর্গম পাহাড়ি পথে জেমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্রনা জওয়ানদের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনায় ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু হয়, আহত হন আরো ৪ সেনা জওয়ান। গতকাল দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উৎকন্ঠা বাড়ছিল গোপীনাথ মাকুড়ের ভালুকা গ্রামের বাড়িতে। দিনভর বারবার তাঁকে ফোন করারও চেষ্টা করেন পরিবারের লোকজন। পরিবারের দাবী দিনভর ফোন রিসিভ না করলেও গতকাল সন্ধ্যার আগে ফোন রিসিভ করে সেনার তরফে জানানো হয় দুর্ঘটনায় গোপীনাথ মাকুড়ের মৃত্যু হয়েছে। এরপর থেকেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন গোপীনাথ মাকুড়ের স্ত্রী, এগারো বছরের একমাত্র ছেলে, বাবা, মা, ভাই ও ভাতৃবধূ। পরিবার সূত্রে জানা গেছে ২০০১ সালে সেনাবাহিনীতে যোগ দেন গোপীনাথ মাকুড়। পরিবারের দাবী সব ঠিকঠাক চললে গতবছরই তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনার জন্য তাঁর স্বেচ্ছায় অবসরগ্রহণের সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে যায়। ইচ্ছে ছিল অবসর নেওয়ার পর বাঁকুড়া শহরে বাড়ি করে বসবাস করবেন। বাঁকুড়া শহরে সেই বাড়ি তৈরীর কাজ শেষ পর্যায়ে। গত আগষ্ট মাসে শেষ দুমাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন বছর ৩৯ এর গোপীনাথ মাকুড়। ইচ্ছে ছিল নতুন বছরের মার্চে ফের বাড়িতে আসবেন। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু সংবাদ এসে পৌঁছাল তাঁর ভালুকা গ্রামের বাড়িতে। সেনার তরফে জানানো হয়েছে সম্ভবত আজই দেহ পাঠানো হবে গ্রামে। এখন চোখের জলে গ্রামের মানুষের একটাই প্রতিক্ষা কখন দেহ আসে গ্রামে।