স্কুল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এক ব্যক্তিকে স্কুলের পরিচালন কমিটির সভাপতি মানতে নারাজ এলাকার মানুষজন।

0
280

দেবাশীষ পাল,মালদা, ২৪ ডিসেম্বর : স্কুল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এক ব্যক্তিকে স্কুলের পরিচালন কমিটির সভাপতি মানতে নারাজ এলাকার মানুষজন। তাই এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও শিক্ষানুরাগী মানুষজন ক্ষোভ প্রকাশ করে সভাপতি পরিবর্তনের দাবি জানিয়ে দাবিপত্র দিলেন শনিবার। বিদ্যালয়র প্রধান শিক্ষক দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও দাবি শীঘ্রই কার্যকর করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দরা। ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের দাল্লা চন্দ্র মোহন বিদ্যামন্দিরে।
এলাকার বাসিন্দা জয়ন্ত বিশ্বাস নামে একজন বলেন, স্কুলের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে এলাকার মানুজনের। বিদ্যালয়র সার্বিক উন্নয়নের জন্য এলাকা থেকেই পরিচালন কমিটির সভাপতি করা উচিৎ। কিন্তু সেটা না করে প্রায় ২৫ কিলোমিটার দূরের বুলবুচন্ডী এলাকার একজনকে সভাপতি নিযুক্ত করা হয়েছে। তাই এলাকার ক্ষুব্ধ বাসিন্দরা এদিন সভাপতি পরিবর্তনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কাছে দাবিপত্র দিয়েছেন। প্রধান শিক্ষক দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। দাবি না মানলে শীঘ্রই আন্দোলনে নামবেন মানুষজন।