নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বড়দিনকে সামনে রেখে আজ থেকে শুরু হলো পিকনিক।প্রথম হালকা ভিড়েই মানুষের দেখা গেলো তিস্তা নদীতে।
আজ 25শে ডিসেম্বর তার মধ্যে রবিবার।পিননিকের সিজিন।সব মিলিয়ে জলপাইগুড়ি ছাড়াও উত্তর বঙ্গের বিভিন্ন জায়গ থেকে পিকনিক করতে মানূষের ভিড় । তবুও আজকে তেমনভাবে মানুষের দেখা মেলেনি।যদিও জেলা প্রশাসনের নজরদারি থাকছে পিকনিক স্পট গুলোতে।করোনার প্রকপ শুরু হলেও এখানে তেমনভাবে এর প্রভাব নেই।তাই মানুষ আনন্দেই পিকনিক উপভোগ করছেন।