উত্তর সিকিমে দুর্ঘটনায় মৃত সেনা জওয়ানের কফিন বন্দী দেহ এসে পৌঁছল বাঁকুড়ার গ্রামে। কান্নায় ভেঙ্গে পড়ল পরিবার সহ গোটা গ্রাম, গান সেলুট দিয়ে শেষ বিদায়।

0
204

আবদুল হাই, বাঁকুড়াঃ শুক্রবার উত্তর সিকিমে সেনা জওয়ানদের একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ১৬ জন সেনার। মৃত সেন জওয়ানের তালিকায় ছিল রাজ্যের বাঁকুড়ার জেলার ভালুকা গ্রামের সেনা জওয়ান গোপীনাথ মাকুড়। শনিবার সন্ধ্যে নাগাদ মৃত সেনা জওয়ানের দেহ এসে পৌঁছয় পানাগড়ে। সেখান থেকে রবিবার বেলা ১১ টা নাগাদ সেনা জওয়ানের গাড়ি করে কফিন বন্দী সেনা জওয়ান গোপীনাথ মাকুড়ের দেহ এসে পৌঁছয় বাঁকুড়ার ভালুকা গ্রামে। গ্রামে মরদেহ পৌঁছতে চোখের জলে ভাসে পরিবার সহ গোটা গ্রাম। অগনিত মানুষ হাজির হয় সেনা জওয়ান কে শেষ শ্রদ্ধা জানাতে। হাজির হয়েছিলেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকার আইয়ার জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ জনপ্রতিনিধিরা। ২০০১ সালে সেনা বাহিনীতে যোগ দেয় বাঁকুড়ার প্রত্যন্ত ভালুকা গ্রামের গোপীনাথ মাকুড়। আগস্ট মাসে দুমাসের ছুটি কাটিয়ে আবার কাজে যোগ দেয় গোপীনাথ। মার্চ মাসে বাড়ি এসে বাঁকুড়া শহরের বাড়িতে গৃহপ্রবেশ করাও কথাও পরিবারকে জানিয়েছিল সে। বৃহঃস্পতিবার রাতে স্ত্রীর সাথে শেষ কথাও হয় তার। শুক্রবার সকালে গাড়ি দুর্ঘটনার খবর দেখে প্রবল উতকণ্ঠা বাড়ে পরিবারের। বার বার ফোন করা হলেও গোপীনাথের সাথে যোগাযোগ করতে পারেনি পরিবার। শুক্রবার সন্ধ্যে বেলা সেনা বাহিনীর তরফ থেকে পরিবার কে মৃত্যু সংবাদ জানানো হয়। তারপর থেকেই পরিবারের নেমে আসে শোকের ছায়া। রবিবার কফিন বন্দী মৃতদেহ গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবার ও গ্রামের মানুষ। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয় হাজার হাজার মানুষ। সেনাবাহিনীর তরফ থেকেও পূর্ন মর্য্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।