খাল, বিল, চুনো মাছ,পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব ২০২২।

0
228

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রতি বছরের ন্যায় এ বছরও খাল বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে ২২ তম খাল,বিল,চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব উদযাপন করা হলো। প্রতিবছর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাঁশদহ চাঁদের বিলে অনুষ্ঠিত হয় এই উৎসব। যার প্রধান উদ্যোক্তা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, রাজ্যের শ্রম ও কৃষিজ বিবরণ দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না,পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়ঙ্কা সিংলা, পূর্ব জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক,বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ুগোপাল ভগত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব জেলা এবং সমস্ত ব্লকের আধিকারিকরা ও জেলার সমস্ত বিধায়করা। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও আমাদের রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এই উৎসব উদযাপন করছেন। আপনারা জানেন কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে চুনো মাছ। চুনো মাছ যাতে মানুষের পাতে পরে তার জন্যই মন্ত্রী স্বপন দেবনাথ এই উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সমস্ত মানুষকে নিয়ে উৎসবমুখর কর্মসূচিতে শামিল হতে পেরে আমার ভালো লাগছে।