নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বড়দিন ।আর বড়দিন উপলক্ষে প্রায় 150 জন দুঃস্থ মানুষদের কে কাপড় ও কেক তুলে দেওয়া হলো N, news এর পক্ষ থেকে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা পুলিশ অফিসার প্রবীর মন্ডল ও রানাঘাট থানার আই ,সি সহ বিভিন্ন প্রিন্ট ও টেলি মিডিয়ার সাংবাদিক গণ । এই দিন মহকুমা পুলিশ অফিসার ও রানাঘাট থানার আই, সি কে সন্মান জ্ঞাপন করা হয় ।এই দিন প্রীতি ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।সমগ্র অনুষ্টানটি পরিচালনা করে উত্তম দাস ।