সকাল থেকেই শুশুনিয়া পাহাড়ে আছড়ে পড়ল পর্যটকের ঢল।

0
636

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ রবিবার সাতসকালে শুশুনিয়া পাহাড় ফিরলো চেনা ছন্দে। হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে আজ বড়দিন যেন উদযাপিত হল শুশুনিয়া পাহাড়ে। বাঁকুড়া জেলা সহ বিভিন্ন প্রান্তের মানুষজন আজ পিকনিকে মজলেন। খুন্তি হাতে গৃহস্থ কর্তা গল্প জমালেন প্রিয়জনদের সঙ্গে। গত দু’বছর কোভিডের কারণে সেভাবে পর্যটকদের আনাগোনা না থাকলেও এ বছর পর্যটকদের দেখা মিলল চোখে পড়ার মতো। পাহাড় পাদদেশে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সজাগ ছিল ছাতনা থানা পুলিশ প্রশাসন। এছাড়াও স্থানীয় শুশুনিয়া সর্ব ষোলআনা কমিটির যথেষ্ট স্বেচ্ছাসেবী ভাইয়েরা ছিল বলে জানিয়েছেন মেলা কমিটির এক কার্যকর্তা। একে বড়দিন। তার উপর পরপর তিনদিন ছুটি। তাই সকাল থেকেই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আছড়ে পড়ল পর্যটকের ভিড়। পাহাড়ের পাদদেশে জমে উঠলো পিকনিকও। পাহাড়ের চড়ার রোমাঞ্চ উপভোগের পাশাপাশি পাহাড়ের পাদদেশে গাছের ছায়ায় গল্প, আড্ডা আর খাওয়া দাওয়ায় সকাল থেকেই মেতে উঠলেন সাধারণ মানুষ।