কেন্দীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধ আন্দালনে নামবেন কৃষান খেত মজদুর : দুলাল দেবনাথ।

0
319

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রামিন এলাকায় ঘরের টাকা সামান্য অথচ শহরে তার তিনগুণ । কেন্দীয় সরকারের এই বঞনার বিরুদ্ধ আন্দালনে নামবেন কৃষান খেত মজদুর। জেলা কৃষান খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হলো সোমবার জেলা পরিষদ হলে।সভায় নতুন কমিটির সদস্য দের হাতে সংশোয় পত্র তুলে দেবা হয়েছিল ।কৃষান খেত মজদুর কমিটির জেলা সভাপতি দুলাল দেবনাথ কে প্রধান মন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যখন এইআবাস যোজনার সারভে করা হয়েছিল, তখন তৃণমূল কংগ্রেসের কেউ দায়িত্বে ছিলেন না।ছিলেন সরকারের বিভিন্ন কর্মচারীরা‌।বর্তমানে এর দুর্নীতির বিষয়ে ডিএম তদন্ত করছেন।বিরোধীরা যা বলছেন ,তা রাজনৈতিক চক্রান্ত ।কিন্তু গ্রামীণ এলাকায় এই ঘরের জন্য বৈষম্য তৈরী করেছে মোদী সরকার ।তাদের সামান্য টাকা দেবা হয় ঘরগুলো তৈরীর জন্য ।কিন্তু শহরে তিন লক্ষের বেশি টাকা দিচ্ছে ঘরের জন্য।এই বৈষম্যর বিরুদ্ধে ও তারা আন্দলনে নামবে।