জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল রাজীব ভবনে।সেই সম্বেলনে উপস্থিত ছিলেন জেলা ক়ংগেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ অন্যান্য জেলার নেতা ও কর্মীরা।জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন গত সাত ই সেপ্টেম্বরের ভারত ছুড়ো যাত্রা শুরু হয়েছে,যা কর্না কুমারী থেকে কাশ্মীর পর্যন্ত চলবে।বর্তমানে দিল্লিতে রয়েছে এই ভারত জুড়ো যাত্রা টি।যার উৎবোধন করেন রাহুল গান্ধী। 26শে জানুয়ারি শ্রী,নগরে দেশের পতাকা উত্তোলন করে যাত্রাটি শেষ হবে।বর্তমানে যে পরিস্থিতি তৈরী হয়েছেদেশে। ঘৃণা নয় ,ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমেই এর সমাপ্তি ঘটবে এমনটাই মনে করছেন ক়ংগেস। ।এর মাধ্যমেই ভারতবর্ষ উন্নতির শেখরে পৌঁছাবে। জন সংযোগ যাত্রাকে সামনে রেখে পশ্চিম বঙ প্রদেশ কংগ্রেস কমিটি ক়ংগেসের প্রতিষ্টা দিবসকে সামনে রেখে এই ভারত জুড়ো যাত্রা 28শে ডিসেম্বর খারিজা বেরুবাড়ী দুই মালকানি বাজার গান্ধী মূর্তি থেকে একটি যাত্রা নগর বেরুবাড়ী ,ঘুঘুডাঙা ,কৃষিবাগান ইত্যাদি বিভিন্ন স্থান ঘুরে জলপাইগুড়ি পানডা পাড়া কালিবাড়ি খুঁদিরাম বসুর মূর্তি তে শেষ হবে। দুর্নীতি মুক্ত প্রশাসন ও বন্ধ চা বাগান খুলুক। শ্রমিকরা কাজ পাক এটাই এই যাত্রার উদ্দেশ্যে বলে পিনাকি বাবু জানিয়েছেন।এই যাত্রা কে সামনে রেখে ক়ংগেসের সাংস্কৃতিক শাখা গান,গীতি আলেখ্য প্রকাশ করেছেন। পাশাপাশি মাল ব্লকগ্রামীণ কংগ্রেস কমিটি 28শে ডিসেম্বর জন সংযোগযাত্রা ও সূচনা করবে বলে ও তিনি জানিয়েছেন।।