মহিষাদলে যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকাই আগুন লাগে।

0
231

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মহিষাদলে যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকাই আগুন লাগে। যার থেকে ব্যাপক ধোঁয়া বেরনো শুরু হয়। আতঙ্কে বাস থেকে নেমে যান যাত্রীরা। জানা গিয়েছে, আজ, সোমবার সকাল মহিষাদলের আজড়া এলাকায় এই ঘটনা ঘটে। হলদিয়া-কোলাঘাট রুটের বাসটি রাজ্য সড়ক দিয়ে হলদিয়ার দিকে যাচ্ছিল। যাত্রীরা হঠাৎই দেখতে পান, চলন্ত বাস থেমে যেতেই অনর্গল ধোঁয়া বেরোচ্ছে বাসের নীচ থেকে।