প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ধুলাগড় পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকার এই স্কুল । দীর্ঘ বেশ কয়েক বছর হল স্কুলটি ভগ্ন প্রায় হয়ে গিয়েছে স্কুলের টিন ভেঙ্গে গিয়েছে এবং স্কুলে ছাত্রছাত্রীরা বুঝতে পারে না পাশের একটি ঘরে একত্রে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে অভিযোগ এলাকাবাসী। ৭০ জন্ ছাত্র-ছাত্রী পড়াশোনা করে এই সংখ্যালঘু অধ্যুষিত বিদ্যালয়ে। জমি জটের কারণের জন্য জরাজীর্ণ হয়ে আছে স্কুল ভবনটি। বর্তমানে এই অবস্থার জন্য পার্শ্ববর্তী একটি ঘরে সব শ্রেণীকে একসঙ্গে নিয়ে পড়াশোনা চলছে। এমতাবস্থায় যাতে স্কুলটি তাড়াতাড়ি পুনর্গঠন করা যায় তার জন্য সাঁকরাইল এর বিধায়িকা মাননীয়া প্রিয়া পালকে স্কুল ঘুরে দেখালেন এলাকার বাসিন্দারা। স্কুলের পরিস্থিতি দেখে বিধায়িকা এলাকা বাসীদের আশ্বস্ত করলেন যত শীঘ্রই সম্ভব সংখ্যালঘু উন্নয়ন তহবিলের কোটায় স্কুলটিকে পুনর্গঠন করা যায়, তার জন্য তিনি চেষ্টা করবেন। বিধায়িকার বক্তব্যে সাধারণ মানুষ আপ্লুত। এখন দেখার এই জরাজীর্ণ স্কুল কত তাড়াতাড়ি নতুন স্কুলে রূপান্তরিত হয় সেদিকে তাকিয়ে আপামর এলাকাবাসী।
Home রাজ্য দক্ষিণ বাংলা জমি জটের কারণে স্কুল জরাজীর্ণ হয়ে আছে পঠন-পাঠনে অসুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীদের।