পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর অঞ্চলের বোষ্টমমোড়ের বাঁধঘোড়া এলাকার রাজ্য সড়কে, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বেলা সাড়ে দশটা নাগাদ অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় বাইক চালক, এরপর স্থানীয়দের তৎপরতাই তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে,জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম হযরত মল্লিক, বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর,বাড়ি মাঝপাড়া এলাকায়, ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা বোস্টমমোড়ের বাঁধঘোড়াতে অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক,চাঞ্চল্য।