নিজস্ব সংবাদদাতা, দেউলিঃ ২৮শে ডিসেম্বর —
আবাস যোজনার ঘর না পেয়ে চাকদহ ব্লকে দেউলি গ্রাম পঞ্চায়েত অবরোধ করলো চারটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। দেউলি জিপির দেউলি,কুন্ডলিয়া,সরাপপুর,চিলিলিএবং গোরিমারী এই চারটি গ্রামের মানুষ আজ দূপুর বারোটা থেকে কয়েক হাজার মানুষ দেউলি জিপি কে ঘেরাও করে রাখে।আবাস যোজনা ঘরের নাম না থাকায় এই ঘেরাও বা অবরোধ।মূলত দেউলি জিপিতে এক তলা দুতলা ঘর আছে তারাই আবার পুনরায় ঘরে নাম আসে। একটাও আদিবাসী সম্প্রদায়ের মানুষের ঘরের নাম নেই। সরাপপুরে বাড়ি প্রাক্তন প্রধানের বাজারে দুটি দোকান আছে তা সত্ত্বেও তার ঘরের নাম আসে।গৃহহারা রবীন্দ্রনাথ মন্ডলের আবাস যোজনায় ঘর আসেনি।এই নিয়ে দূপুর বারোটা থেকে বিকাল তিনে পযর্ন্ত গ্রামবাসীরা ঘেরাও করে রাখে দেউলি জিপির অফিস।পরে দেউলি জিপি তে তালা মেরে দেন গ্রামবাসীরা।সঞ্জীব মুখার্জী বলেন, গরীব আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য সরকার ঘরের ব্যবস্থা না করে নেতা কর্মীদের নাম দিয়েছে।এই অনৈতিক কাজের জন্য লড়াই বামপন্থীদের গ্রামবাসীদের সাথে নিয়ে। বামপন্থীদের লড়াইয়ে দেখলো গোটা দেউলি জিপির মানুষ।