উঃ দিনাজপুর, রাধারানী হাদারঃ- পঞ্চায়েতে এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ । এই নিয়ে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ৭ নাম্বার ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বাঘন পার্টি অফিস প্রাঙ্গণ থেকে বিজেপির পক্ষে একটি ধিক্কার মিছিল বের করে বাবন বটতলী এলাকায় পরিক্রমা করার শেষে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ শুরু করে। ভান্ডার গ্রাম পঞ্চায়েতের ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের। এ নিয়ে বিজেপি কর্মী সমর্থক রা পঞ্চায়েতর সামনে রায়গঞ্জ বালুরঘাটে রাজ্য সড়কে রাস্তায় পথ বসে পড়ে। কুড়ি মিনিট পরে পঞ্চায়েত অফিসের গেট খোলার পর পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির নেতা জগন্নাথ ভট্টাচার্যী জানান এলাকায় আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে প্রকৃত গরিব মানুষরা যেন আবাস যোজনার বাড়ি পায়, ১০০ দিন কাজের দুর্নিতি, ঘরের টাকা নিয়ে কাট মানি সহ ছয় দফা দাবি নিয়ে প্রধান কৃষ্ণচন্দ্র বর্মন কে দেওয়া হয়।
প্রধান কৃষ্ণচন্দ্র বর্মন জানান ব্লক প্রশাসন জখন যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে কাজ হয়েছে। প্রধান আরো বলেন
পঞ্চায়েত অফিসের গেট খোলা ছিল তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়নি আমি ঘরেই ছিলাম।