বালুরঘাটের চকভবানী এলাকার বাসিন্দা ডিএভি স্কুলের ছাত্র পূর্বায়ন ঘোষের ও তার ভাই পূর্বাচল ঘোষ সকলকে গর্বিত করল।

0
234

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  সিনেমার পর্দায় করণ অর্জুন দুই ভাই নিজেদের কাজের মধ্যে দিয়ে মাকে গর্বিত করেছিল। বাস্তবের করণ অর্জুন রাঁচিতে অনুষ্ঠিত DAV স্কুলের জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার এনে শুধু মা এবং বাবাকেই নয় নিজের রাজ্য, জেলা, শহর সবাইকে গর্বিত করেছে। আমরা কথা বলছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চকভবানী এলাকার বাসিন্দা ডিএভি স্কুলের ছাত্র পূর্বায়ন ঘোষের ও তার ভাই পূর্বাচল ঘোষের। পূর্বায়ন ঘোষ DAV স্কুলের জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনটি প্রতিযোগিতায় পুরস্কার এনে সকলকে গর্বিত করল। পূর্বায়ন 4X100 মিটার মিড ল্যাপ সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক,১০০ মিটার ব্যাক স্ট্রক সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় এবং ২০০ মিটার বাটারফ্লাই সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছে। তাতেই তার জন্য খুশি তার পরিবার, প্রতিবেশী ও স্কুল। পাশাপাশি তার জন্য গর্বিত তার জেলা থেকেশহর প্রত্যেকেই। আগামী দিনে পূর্বায়ন ঘোষ পড়াশোনার পাশাপাশি সাঁতরা নিয়েও নিজের কেরিয়ার বানাতে চায় বলে আমাদের জানিয়েছে। শুধু পূর্বায়ণ নয় তার ভাই বছর নয়ের পূর্বাচল ঘোষ রাজ্য স্তরের ৫০ মিটার ব্যাক স্ট্রক সাঁতার প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ জোনাল স্তরে দ্বিতীয় হয়ে প্রথমবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই চতুর্থ স্থান লাভ করেছে। আর তাতেই গর্বিত তার মা বাবা দাদা সকলেই।