বাল্য বিবাহ এবং পক্সসো আইনের বিভিন্ন দিক সম্পর্কে বিভিন্ন ছাত্র ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশে সচেতনতা শিবির।

0
239

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বাল্য বিবাহ এবং পক্সসো আইনের বিভিন্ন দিক সম্পর্কে বিভিন্ন ছাত্র ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশে ওয়েস্ট বেঙ্গল কমিউনিকেশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এর পক্ষ থেকে একটি সচেতনতা শিবির করা হয়। এদিন জলপাইগুড়ি জিলা স্কুলের হলঘরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুঠানে উপস্থিত ছিল জলপাইগুড়ি 5টি স্কুল এবং দুটি হোম । ছাত্র ছাত্রীদের সচেতনতার পাশাপাশি একটি কুইজ কম্পিটিশন ও করা হয়। এছাড়া ওয়েস্ট বেঙ্গল কমিউনিকেশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কমিউনিকেশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপরসনের সুদেষ্ণা রায় এবং ওয়েস্ট বেঙ্গল কমিউনিকেশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এর উপদেষ্টা অনন্য চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ শিখক শিক্ষিকারা। এদিন এই স্কুল কম্পিটিশনে উইনারস হয় সেন্ট পলস স্কুল, ফার্স্ট রানার আপ হয় জলপাইগুড়ি জিলা স্কুল এবং সেকেন্ড রানার আপ হয় জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল কমিউনিকেশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপরসনের সুদেষ্ণা রায় বলেন ছাত্র-ছাত্রীদের চাইল্ড রাইট সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে এই অনুষ্ঠান করা হচ্ছে । শুধু মেয়েরা নয়, ছেলেদের কেউ এই চাইল্ড রাইট সম্পর্কে জানতে হবে।