আবদুল হাই,বাঁকুড়াঃ বণ্যপ্রাণ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ছে বাঁকুড়ায়। ফের আরো একবার প্রমাণিত। প্রাতঃভ্রমণে বেরিয়ে বিলুপ্ত প্রজাতির এক কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন সরস্বতী পাত্র নামে এক স্বাস্থ্য কর্মী। বুধবার তালডাংরার কেশাতড়া গ্রামের ঘটনা।
বনদপ্তর সূত্রে খবর, পেশায় স্বাস্থ্য কর্মী সরস্বতী পাত্র এদিন কচ্ছপ উদ্ধারের বিষয়টি ফোন করে তাঁদের সিমলাপাল রেঞ্জ অফিসে জানান। পরে কেশাতড়া গ্রাম থেকে সেটি তাঁরা নিয়ে আসেন।
স্বাস্থ্য কর্মী সরস্বতী পাত্র বলেন, প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার উপর ঐ কচ্ছপটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসি। পরে বিষয়টি বনদপ্তরে জানালে তাঁরা আমার বাড়িতে এসে কচ্ছপটি নিয়ে যান। একই সঙ্গে এভাবে প্রতিটি সচেতন নাগরীককে বণ্যপ্রাণ রক্ষায় এগিয়ে আসার আবেদন জানান তিনি।
বনদপ্তরের হাড়মাসড়া বিট অফিসার রামেশ্বর মাহাতো বলেন, সিমলাপাল রেঞ্জ অফিসারের কাছ থেকে খবর পেয়ে কেশাতড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া কচ্ছপটি সংগ্রহ করলাম। সাময়িক পর্যবেক্ষণের পর সেটিকে কোন জলাশয়ে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।