নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া, আজ হাঁসখালি থানার অধীন রামনগর গ্রামে একটি পুলিশ ক্যাম্পের উদ্বোধন হল। রানাঘাট পুলিশ জেলার সুপার ড. কে কান্নান এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রামনগর বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম। আইন শৃঙ্খলা জনিত কোন সমস্যা হলে তাদের ডায়েরি বা তা জানাতে গেলে ১২ কিলোমিটার দূরে হাঁসখালিতে যেতে হোত। এখন রামনগর বড় চুপড়িয়া 1 ও 2 এবং গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকার অধিবাসীবৃন্দ এই ক্যাম্পে এসে আধার কার্ড, ভোটার কার্ড ও মোবাইল হারিয়ে গেলে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু বড় ধরনের শৃঙ্খলা জনিত সমস্যার ক্ষেত্রে তাদের এখন হাঁসখালি থানাতে গিয়েই এফআইআর করতে হবে। আমরা চেষ্টা করব যাতে এই ফাঁড়ি পরবর্তীকালে থানা হতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামনগর বড় চুপড়িয়া 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা বিশ্বাস সাধুখাঁ বলেন, এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পুলিশ ক্যাম্পের। আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো,। আমাদের খুব ভালো লাগছে। আমরা খুশি।বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রাম এলাকায় জঙ্গি বা দুষ্কৃতিকারীরা ঢুকে যাতে কোন গন্ডগোল পাকাতে না পারে তা দেখার ক্ষেত্রে এই পুলিশ ক্যাম্প ব্যবস্থা নিতে পারবে বলে আমরা মনে করি। হাঁসখালির বিডিও রত্না চক্রবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার মানুষের কাজে আসবে এই পুলিশ ক্যাম্প বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল সুপার রুপান্তর সেনগুপ্ত, এস ডিপিও প্রবীর মন্ডল, হাঁসখালি থানার ওসি সুমন দাস প্রমুখ । এছাড়াও এলাকার উল্লেখযোগ্য মানুষজন এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তারাও এই পুলিশ ক্যাম্প উদ্বোধনে উপকৃত হবেন বলে আশা করছেন।