৩৮ তম বাঁকুড়া বইমেলা শুরু হল।

0
473

আবদুল হাই, বাঁকুড়াঃ রাজ্য জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে ও স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের ব্যবস্থাপনায় শুরু হলো ৩৮ তম বাঁকুড়া জেলা বইমেলা। জেলার সুসন্তান, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী গোবিন্দপ্রসাদ সিংহকে শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা তাঁর নামে করা হয়েছে। একই সঙ্গে স্বাধীন দেশের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজদকে এবারের বইমেলার থিম হিসেবে উপস্থাপিত করা হয়েছে।

এবারের বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক কে.রাধিকা আইয়ার, পুলিশ সুপার বৈভব তিওয়ারী, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু প্রমূখ।
এবার কলকাতা ও জেলা মিলিয়ে মোট ৮৪ টি প্রকাশনী সংস্থা এবার বইমেলায় অংশ নিয়েছে। লিটল ম্যাগাজিনের জন্য রয়েছে আলাদা টেবিলের ব্যবস্থা।