কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- অল ইন্ডিয়া সাংস্কৃতিক মঞ্চর পক্ষ থেকে রাজ্য সরকারের দ্বিগুন রাজস্ব আদায় ও মদ বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ ও ডেপুটেশন করলেন তারা। রাজ্য সরকারের সিধান্ত অনুযায়ী প্রতি ২ কিলোমিটার অন্তর থাকবে মদের দোকান। আর এই সিদ্ধান্ত কে প্রতিবাদ জানিয়ে পথে নামলেন অল ইন্ডিয়া সাংস্কৃতিক মঞ্চ।
জেলা সম্পাদিকা নমিতা বর্মন জানান, কোচবিহার জেলার তিনটি স্থানে তারা তাদের ডেপুটেশন প্রদান করবেন। কোচবিহারের ক্ষুদিরাম স্কয়ার থেকে শুরু করে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে আবগারি দপ্তরে তারা ডেপুটেশন প্রদান করবেন বলে জানান, পাশাপাশি তাদের দাবি, এই রাজ্যে সমস্ত মাদক দ্রব্য বন্ধ করতে হবে এবং নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।