পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অর্থানুকূলে মেয়াদী ঋণ ও ক্ষুদ্র প্রকল্পের অনুজ্ঞপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিডিএ কনফারেন্স হলে। আজ এই অনুষ্ঠান থেকে ১৫ জনকে টার্ম লোন ও ৪৫ জন কে ডিলএস স্কিম তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা র জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্গত কিছু টার্ম লোন ও ডিলএস স্কিম আছে। আজকে আমরা ১৫ জন কে টার্ম লোন ও ৪৫জন কে ডিল এস স্কিম তুলে দিলাম। আজকের দিনে পূর্ব বর্ধমান জেলাতে ৬১ জনকে আমরা টার্ম লোন এবং ১৬২ জনকে ডিলএস তুলে স্কিম দিচ্ছি। ধীরে ধীরে তারা এই লোনগুলোকে শোধ করবে এবং সরকারের তরফে কিছু সাবসিটি দেওয়া হয়। লোনের উপর ছয় শতাংশ সুদ দিতে হবে তাদের। যতটা লোন তারা নেবেন তার উপর ছয় শতাংশ সুদ তারা দেবেন এবং বাকি লোনের ইন্টারেস্ট সরকার দেবে। এই লোন নিয়ে তারা বিভিন্ন প্রজেক্ট এর উপর কাজ করতে পারবেন।