রানাঘাট মহাকুমা হাসপাতালের তৎপরতায় প্রাণ বাঁচল মহিলার।

0
334

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহাকুমা হাসপাতালের তৎপরতায় প্রাণ বাঁচল মহিলার। তার নাম বিশাখা সরকার। বাড়ি ধানতলা থানার বঙ্কিমনগরে। বেশ কিছুদিন ধরেই পেটে ব্যথায় ভুগছিলেন মহিলা। রানাঘাট হাসপাতালেও বহির্বিভাগে চিকিৎসা করান। গত বুধবার সন্ধ্যায় অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তখনও তিনি জানতেন না চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা। পরীক্ষার পর চিকিৎসকরা যুদ্ধকালীন তৎপরতায় মহিলার অস্ত্র প্রচার করেন। জানা গিয়েছে, জরায়ুতে নয়, মহিলার চার মাসের ভ্রূণ ছিল পেটের ভেতর। আর এতেই তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। অপারেশনের পর তাকে তিন ইউনিট রক্ত দেওয়া হয়েছে। হাসপাতাল সুপার প্রহ্লাদ অধিকারী জানান, এই ধরনের ঘটনা সাধারণত হয় না। মহিলা এখন সুস্থ রয়েছেন।