কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রবীন্দ্রনাথ ঘোষের পর এবার এমবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে পোস্টার পড়ে থাকতে দেখা গেল কোচবিহার সাগর দিঘির পারে। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে পোস্টার বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারে।
উল্লেখ্য,কয়েকদিন আগে কোচবিহারের পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়েছিল শহরের বিভিন্ন রাস্তায়, শুক্রবার ফের কুচবিহারের সাগর দীঘিতে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি তথা NBSTC চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে চাকরির নামে টাকা নামার পাশাপাশি বিভিন্ন অভিযোগে পোস্টার পড়ে থাকতে দেখা যায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় পার্থপ্রতিম রায় তার নিজের ওয়ালে লেখেন সাগর দিঘির পাড়ে পড়ে থাকা পোস্টার সংবাদ মাধ্যমের চোখে আসলেও হাজার হাজার সাধারণ মানুষের চোখে পড়েনি,তাহলে কি এই পোস্টার বিতর্ককে সাজানো বলে দাবি করছেন পার্থবাবু,উঠছে প্রশ্ন ?
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা আব্দুল জলিল আহমেদ জানান,এটা বিজেপির কাজ। কারণ এর আগে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে তারাই লিফলেট লিখে রাস্তায় ফেলেছে। পার্থ বাবুর নামে তারাই পোস্টার সেটেছে বলে জানান তিনি।