তুফানগঞ্জে পদ ঘোষণা হতেই ক্ষোভ প্রকাশ! দল থেকে ইস্তফা যুবকর্মীদের।

0
461

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা : সামনেই পঞ্চায়েত ভোট তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ ফের প্রকাশ্য তুফানগঞ্জ এ । কোচবিহার জেলা জুড়ে  সদ্য ঘোষণা হয়েছে তৃণমূলের যুব কমিটি। আর তারপরেই সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে  দল থেকে ইস্তফার কথা জানালেন তৃণমূলের যুব কর্মীরা। শুক্রবার তুফানগঞ্জ-১ নং ব্লকের ধলপল-২ গ্রাম পঞ্চায়েত তৃণমূল দলীয় কার্যালয় সাংবাদিক বৈঠক করে গণ ইস্তফার কথা জানানো হয়। তৃণমূল দলীয় সূত্রে খবর, গতকাল সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলার ১০৯ গ্রাম পঞ্চায়েত জুড়ে যুব কমিটি ঘোষণা করে তৃণমূলের জেলার যুব সভাপতি কমলেশ অধিকারী। ধলপল -২ গ্রাম পঞ্চায়েতে যুব সভাপতি ঘোষণা করা হয়, নাসির হোসেনকে সে বিগত দিনে বিজেপি কর্মী হিসেবে গত লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে লাঠি ধরেছিল বলে অভিযোগ তুলে সহ-সভাপতি পদ থেকে ইস্তফার কথা জানালেন সদ্য কমিটিতে স্থান পাওয়া যুব সহ সভাপতি কৃষ্ণচন্দ্র দাস সহ মোট ২০ জনের যুবকর্মী।