নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- অবশেষে ৩০শে ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস শুভ উদ্বোধন হলো ঢাক আদিবাসী নৃত্য মধ্যে দিয়ে। উদ্বোধন করেন ভারতেরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন হয় হাওড়া স্টেশন থেকে। মালদা রেলওয়ে ডিভিশন নতুন ট্রেনের অপেক্ষায় ছিলো মালদা বাসী। জানুয়ারি থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে। যার বুকিংও শুরু হবে উদ্বোধনের পর থেকেই। এই ট্রেন ১৮ কোচ বিশিষ্ট। প্রধানমন্ত্রী যখন এ ট্রেনের শুভ উদ্বোধন করবেন তখন মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখানো হবে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে মালদার জনপ্রতিনিধিরা সহ বিশেষ অতিথি অংশগ্রহণ করবেন। মালদা টাউন স্টেশনে ট্রেন আসার সময় পুষ্প বরণ করে স্বাগত জানানো হবে মালদা রেলওয়ে ডিভিশনের তরফে। বন্দে ভারত সুপারফাস্ট ট্রেন চালুর বিষয়ে খুশি মালদাবাসী।উপস্থিত ছিলে মালদা জেলার বিজেপি দেবশ্রী চৌধুরী -মন্ত্রী,জেলা বিজেপি নেতা ও কর্মীরা,এদিন সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।