সুদীপ সেন, বাঁকুড়া:- বিভিন্ন জেলার মতো রাজ্যের ব্লকে ব্লকে পঞ্চায়েত ডেভলপমেন্ট প্ল্যান ২০২৩,২৪ বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
শুক্রবার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের কমিউনিটি হলে এই মর্মে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো।
এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন শালতোড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস কুমার গিরি, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন মালাকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, সহসভাপতি, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক বিথুন সামন্ত, সমস্ত গ্রাম পঞ্চায়েত জি,পি, এফ্,টি মেম্বার,পঞ্চায়েত স্তরের কর্মচারী বৃন্দ ও অন্যান্যরা।
পঞ্চায়েত এলাকার মানুষের চাহিদা, জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সঠিক পরিকল্পনার মাধ্যমে সকল মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মশালা বলে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন মালাকার তাঁর বক্তব্যে জানান।