বাবা ও মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল রায়পুর গ্রামের বাসিন্দা রণজিৎ জানা।

0
531

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বাবা ও মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করল কেশপুর ব্লকের ১২ নম্বর অঞ্চলের রায়পুর গ্রামের বাসিন্দা রণজিৎ জানা,জানা গিয়েছে
চার বছর আগে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছিল বাবা ও মায়ের, তারপরের বছর থেকেই বাবা ও মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে পুত্র, বাবা ও মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে পুত্র,জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৮০ জন রক্তদাতা রক্তদান করতে পারবেন, তবে বাবা ও মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুত্রের এই কর্মকান্ড তে আপ্লুত এলাকার মানুষ থেকে শুরু করে এলাকার সমাজসেবীরা।